ধামরাইয়ে বাসচাপায় ২ শিক্ষার্থী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
নিহত দুই শিক্ষার্থী হলেন— ধামরাইয়ের উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজীব রিশাদ (২১) ও একই এলাকার আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তাদের মধ্যে সজীব মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক প্রথম বর্ষের ও রাশেদুল মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকাগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের কাছে মরদেহ দুইটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
Comments