হাতিয়া চ্যানেলে লাইটার জাহাজ ডুবি

২১ ঘণ্টা পর সাগর থেকে ১৪ নাবিক-শ্রমিক উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে নারায়ণগঞ্জমুখী গমবাহী লাইটার জাহাজ এমভি আক্তার বানু-১ বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেল এ ডুবে যাওয়ার ২১ ঘণ্টা পর সাগরে ভাসমান অবস্থা থেকে জাহাজটির ১৪ নাবিক ও শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
এমভি আক্তার বানু-১ এর উদ্ধারকৃত নাবিক-শ্রমিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে নারায়ণগঞ্জমুখী গমবাহী লাইটার জাহাজ এমভি আক্তার বানু-১  বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেল এ ডুবে যাওয়ার ২১ ঘণ্টা পর সাগরে ভাসমান অবস্থা থেকে জাহাজটির ১৪ নাবিক ও শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে উত্তাল ঢেউয়ে একদিকে হেলে ডুবে যায় জাহাজটি। জাহাজে থাকা ১৪ নাবিক ও শ্রমিক বয়া ও লাইফ জ্যাকেট নিয়ে সাগরে ঝাঁপ দেন।

প্রায় ২১ ঘণ্টারও বেশি সময় বয়া ও লাইফ জ্যাকেট নিয়ে সমুদ্রে ভাসমান থাকার পর স্থানীয় দুইটি মাছধরা ট্রলারের জেলেরা আজ রোববার সকাল ৮টার দিকে নোয়াখালীর ঠেঙ্গার চরের কাছে ভাসতে থাকা নাবিকদের উদ্ধার করেন।

পরে তাদের হাতিয়ার সূর্যমুখী বাজারে নিয়ে আসা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান মেসার্স এন আই ট্রেডার্সের প্রতিনিধি পারভেজ মোহাম্মদ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের নাবিকদের উদ্ধার হওয়ার সংবাদটি নিশ্চিত করে ডেইলি স্টারকে বলেন, ‘উদ্ধারকৃত সবাই সুস্থ আছেন। পুলিশের একটি দল হাতিয়ার সূর্যমুখী বাজারে গেছেন।’

Comments

The Daily Star  | English

Japanese atomic bomb survivor group Nihon Hidankyo wins Nobel Peace Prize

Japanese organisation Nihon Hidankyo, a grassroots movement of atomic bomb survivors from Hiroshima and Nagasaki, won the Nobel Peace Prize

1h ago