শীর্ষ খবর

কৃষকদের বিজ্ঞানসম্মত সার-বীজের সঙ্গে পরিচিত করেছি: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কৃষকদের বিজ্ঞানসম্মত সার-বীজের সঙ্গে পরিচিত করা ও সরকারের পক্ষ্ থেকে কৃষকদের বিনামূল্যে ও স্বপ্লমূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে যাতে প্রাইভেট সেক্টর দাম নিয়ে কৃষকদের বিপদে ফেলতে না পারে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলা মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, সবজিবীজ ও গাছের চারা বিতরণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী। ১৬ আগস্ট ২০২০। ছবি: স্টার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কৃষকদের বিজ্ঞানসম্মত সার-বীজের সঙ্গে পরিচিত করা ও সরকারের পক্ষ্ থেকে কৃষকদের বিনামূল্যে ও স্বপ্লমূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে যাতে প্রাইভেট সেক্টর দাম নিয়ে কৃষকদের বিপদে ফেলতে না পারে।

আজ রবিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলা মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, সবজিবীজ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক কৃষিমন্ত্রী আরও বলেন, ‘দেশের এক ইঞ্চি জায়গাও যাতে খালি পড়ে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে। জমি থেকে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আবাদ করতে হবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষক লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে অতিথিরা স্থানীয় ১৫০ কৃষকের মাঝে চার ধরনের সার-বীজ ও ২০০০ গাছের চারা বিতরণ করেন।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

4h ago