ট্রাম্পের ছোট ভাই রবার্টের মৃত্যু

Donald Trump And Robert Trump-1.jpg
ডোনাল্ড ট্রাম্প এবং রবার্ট ট্রাম্প। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প। ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

বিবিসি জানায়, মৃত্যুর আগের দিন নিউইয়র্কের হাসপাতালে ভাইকে দেখতে গিয়েছিলেন ট্রাম্প। সেসময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সে (রবার্ট) খুব কঠিন সময় পার করছে।’

রবার্ট ট্রাম্পের গুরুতর অসুস্থতার কথা জানা গেলেও তিনি ঠিক কী ধরনের রোগে ভুগছিলেন তা স্পষ্ট নয়।

শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, আমার প্রিয় ভাই রবার্ট নীরবে মারা গেছে।’

ছোট ভাই রবার্টকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সে কেবল আমার ভাই ছিল না, সে আমার সবচেয়ে ভাল বন্ধু ছিল। তার স্মৃতি আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।’

ট্রাম্প দম্পতি ফ্রেড এবং মেরি অ্যানের পাঁচ সন্তানের মধ্যে রবার্ট সবচেয়ে ছোট ছিলেন। বয়সে ডোনাল্ড ট্রাম্পের দুই বছরের ছোট ছিলেন তিনি।

নিউইয়র্ক পোস্ট জানায়, জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ছিলেন রবার্ট ট্রাম্প।

পারিবারিক এক বন্ধুর বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, রবার্ট ট্রাম্প মস্তিষ্কে রক্তক্ষরণের মতো জটিলতায় ভুগছিলেন।

Comments

The Daily Star  | English

Food, Fast: Behind delivery boom lies a workforce without rights or recognition

With a signature pink Foodpanda delivery bag slung across his shoulders, Abdul Kader pedals tirelessly through the congested and pothole-riddled roads of Dhaka.

12h ago