শ্রীমঙ্গলে উদ্ধার কোবরা সাপ লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাগলপুরে উদ্ধারকৃত একটি কোবরা (কালো খরিস) সাপকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
Cobra.jpg
উদ্ধারকৃত কোবরা সাপকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। ছবি: মিন্টু দেশোয়ারা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাগলপুরে উদ্ধারকৃত একটি কোবরা (কালো খরিস) সাপকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

দুই দিন ধরে শুশ্রূষার পর আজ বিকাল ৪টায় সাপটিকে লাউয়াছড়ায় অবমুক্ত করা হলো। স্থানীয় যুবক মো. সাজ্জাদুর হোসেন ৯৯৯ নম্বরে কল করার কারণে সাপটি মৃত্যুর হাত থেকে বেঁচে যায়।

পূর্ব ভাগলপুর গ্রামের বাসিন্দা ওই যুবক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাপটি আমাদের গ্রামের রাস্তায় চলে এসেছিল। তখন গ্রামবাসীরা সেটিকে মারতে উদ্যত হয়। তখন আমি তাদের বাধা দিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে সাপটিকে উদ্ধারের অনুরোধ করি।’

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘শুক্রবার সকাল ৮টার দিকে ৯৯৯ নম্বর থেকে আমাদের মোবাইলে কল করে সাপটিকে উদ্ধারের জন্য বলা হয়। এটি ভয়ানক কোবরা (স্থানীয় কালো খরিস) সাপ। সাপটি দুর্বল হয়ে গিয়েছিল। সুস্থতার জন্য সেটিকে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছিল। আজ লাউয়াছড়ায় অবমুক্ত করা হলো। অবমুক্ত করেন রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন ও ফরেস্ট গার্ড মোহাম্মদ ইব্রাহিমসহ কয়েকজন।’

রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ‘মানুষের ভেতর সচেতনতা সৃষ্টি হচ্ছে। একটু সচেতনতার জন্য সাপটি বেঁচে গেল।’

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago