সময়মতো চিকিত্সা দেওয়া হলে মৃত্যু এড়ানো যেত: তদন্ত কমিটির পর্যবেক্ষণ
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া তিন কিশোরকে সময়মতো হাসপাতালে নেওয়া হয় হলে তারা বেঁচে যেত। আজ রোববার সমাজসেবা অধিদপ্তরের তদন্ত কমিটির পর্যবেক্ষণে এই দাবি করা হয়েছে।
তদন্ত কমিটি আজ থেকে শিশু উন্নয়ন কেন্দ্রে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে তিন কিশোরের মৃত্যু ও ১৫ জনের আহত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে। গত বৃহস্পতিবার ওই সংশোধন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অধিদপ্তরের যুগ্ম-সচিব সৈয়দ মো. নুরুল বাসিরের নেতৃত্বে দুই সদস্যের এই তদন্ত কমিটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান এবং ওই সংশোধন কেন্দ্র থেকে প্রমাণ সংগ্রহ করেছে।
সৈয়দ মো. নুরুল বাসির বলেন, ‘তাত্ক্ষণিকভাবে ওই কিশোরদের হাসপাতালে ভর্তি করা হলে এই মৃত্যু এড়ানো যেত।’
তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
Comments