সিনহা হত্যা মামলার আসামি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিকে কক্সবাজার জেলা কারাগারের ভেতর জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
আজ সোমবার সকালে এই জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন।
তিনি জানান, আজ সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির চার সদস্য জেলা কারাগারে পৌঁছান। পরে তারা মামলার প্রধান তিন আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির চার সদস্য হলেন- চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন ও কক্সবাজার জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী।
গত ৫ আগস্ট মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস নয় পুলিশ সদস্যকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরদিন মামলার এজাহারকৃত আসামিদের মধ্যে সাত পুলিশ সদস্যের জামিন না মঞ্জুর করে তাদের জেলা কারাগারে প্রেরণ করেন আদালত।
Comments