চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে আজ সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো: জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের পরিমল পালের দুই ছেলে পার্থ পাল (১০) ও প্রত্যয় পাল (৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল সাড়ে ১১টার দিকে পার্থ নিজেদের ঘরের একটি ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেসময় ছোটভাই প্রত্যয় তাকে দেখে বাঁচাতে এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।’
দুই জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Comments