সেমি-ফাইনালে নাভাসকে পাচ্ছে না নেইমাররা

ছবি: এএফপি

২৫ বছর পর আবার ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমি-ফাইনালে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এবার নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য দলটির। কিন্তু এর আগে বড় ধাক্কা খেয়েছে দলটি। গোলপোস্টের নিচে সেরা গোলরক্ষক কেইলর নাভাসকে পাচ্ছে না দলটি। ইনজুরির কারণে ছিটকে গেছেন এ কোস্টারিকান গোলরক্ষক।

গত বুধবার কোয়ার্টার-ফাইনালের ম্যাচে আতালান্তার বিপক্ষে ৭৯তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন নাভাস। শঙ্কাটা তখন থেকেই ছিল। শেষ পর্যন্ত সে শঙ্কাই সত্যি হয়েছে। ঊরুর চোটে আরবি লাইপজিগের বিপক্ষে খেলতে পারবেন না নাভাস। এখনও তার চিকিৎসা চলছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে ক্লাবটি। তবে আগামী বৃহস্পতিবার নাগাদ তার ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

নাভাসের অনুপস্থিতিতে পিএসজির গোলপোস্ট সামলানোর দায়িত্ব পাচ্ছেন সেভিয়া থেকে ধারে আনা সাবেক ফুলহাম গোলরক্ষক সের্জিও রিকো। আতালান্তার বিপক্ষেও নাভাস অস্বস্তি নিয়ে উঠে যাওয়ার পর তার বদলী হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মাত্র ৯ ম্যাচে খেলেছেন এই স্প্যানিশ গোলরক্ষক।

আগামী মঙ্গলবার লাইপজিগের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে পিএসজি।

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

14h ago