মাদারীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সোলায়মান খান (৩৫) কে আটক করেছে পুলিশ।

মাদারীপুরের কালকিনিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সোলায়মান খান (৩৫) কে আটক করেছে পুলিশ।

নিহত ময়না বেগম (২৫) মাদারীপুর সদর উপজেলার কড়দী গ্রামের আবদুল হাই মোল্লার মেয়ে।

জানা যায়, প্রায় ১২ বছর আগে কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের মো. আজিজ খানের ছেলে সোলায়মান খানের সাথে ময়নার বিয়ে হয়। এই দম্পতির তিন ছেলে আছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান দিন মজুরের কাজ করতো। গতকাল রোববার দুপুরে ধারালো অস্ত্র দিয়ে ময়নাকে মাথায় আঘাত করে পালিয়ে যায় সোলায়মান। পরে স্থানীয়রা ময়নাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়না।

ঘটনার সতত্যা নিশ্চত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় রাতেই সোলায়মান কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছেন সোলায়মান। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

Comments

The Daily Star  | English
Bangladesh Bank's steps to build up forex reserves

No limit on cash withdrawals from tomorrow

Bangladesh Bank (BB) has lifted a limit on cash withdrawals from banks in view of overall improvements in law and order.

1h ago