করোনায় জাপানের অর্থনীতিতে রেকর্ড ধস

চলতি বছর এপ্রিল থেকে জুনের মধ্যে মোট দেশজ উৎপাদন (জিডিপি) তার আগের প্রান্তিকের তুলনায় সাত দশমিক আট শতাংশ কমেছে। গত বছরের তুলনায় কমেছে ২৭ দশমিক ৮ শতাংশ।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের অর্থনীতি এর আগে কখনও এত দ্রুতগতিতে সংকুচিত হয়নি। তবে, মহামারির আগে থেকেই জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটা সংকট চলছিল বলে বিবিসি জানিয়েছে।
পরপর দুই প্রান্তিকে অর্থনৈতিক সংকোচনের পরেই জাপান এ বছরের শুরুতে মন্দার মধ্যে পড়ে।
এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটির সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদনে দেখা যায়, এ বছরে জাপানে চলা এ মন্দার সঙ্গে ১৯৮০ সালের মন্দার তুলনা করা যেতে পারে। তবে এ বছর তা বিশ্লেষকদের অনুমানকেও কিছুটা ছাড়িয়ে গেছে।
Comments