মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের উচ্চপদে ১০ নারী নিয়োগ

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা কমিটির উচ্চ পদে ১০ জন নারী নিয়োগ দিয়েছে সৌদি আরব।
২০১৮ সালেও এই দুই মসজিদে ৪১ জন নারী নিয়োগ দিয়েছিল সৌদি আরব। ছবি: এপি

মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা কমিটির উচ্চ পদে ১০ জন নারী নিয়োগ দিয়েছে সৌদি আরব।

আজ সোমবার খালিস টাইমসের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিস টাইমস জানায়, পবিত্র মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রশাসনিক এবং কারিগরিসহ অন্যান্য দায়িত্ব পালন করবেন এই ১০ নারী।

কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, এই নিয়োগের উদ্দেশ্য হলো ‘যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন সৌদি নারীর ক্ষমতায়ন’।

সৌদি সংবাদমাধ্যমের মতে, ২০১৮ সালেও এই দুই মসজিদে ৪১ জন নারী নিয়োগ দিয়েছিল সৌদি আরব।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে নারীর কর্মসংস্থান বাড়ানোর চেষ্টা করেছেন। যা দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং তেলের প্রতি নির্ভরশীলতা কমাতে সহায়ক হবে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে সৌদি আরবে শ্রমজীবী নারীর সংখ্যা ১.০৩ মিলিয়নে পৌঁছেছে। যা মোট শ্রমশক্তির ৩৫ শতাংশ।

ইতোমধ্যে দেশটির নারীদের জন্য গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে। পুনরায় সিনেমা চালু হয়েছে এবং কনসার্টসহ  বিভিন্ন ইভেন্টে সবার অংশ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Intense traffic grips Dhaka as polytechnic students block Satrasta Mor

Hundreds of students gathered in the intersection around 11:30am, said a traffic sergeant of the area.

8m ago