অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বভারতী

বিশ্বভারতীর পৌষমেলার মাঠে প্রাচীর নির্মাণকে ঘিরে শান্তিনিকেতনে ব্যাপক ভাঙচুরের জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ৷
আজ সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়কে এ ঘোষণা জানিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আজ সকাল থেকে মেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরার প্রতিবাদে উত্তাল ছিল বিশ্বভারতী৷ এ সময় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়৷ ভেঙে ফেলা হয় মেলার মাঠের গেট ও প্রাচীর। মেলা মাঠ বাঁচাও কমিটির বিরুদ্ধে এ ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে। তবে, সেই অভিযোগ অস্বীকার করেছে কমিটি৷
এ ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে বলেও জানান৷
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়৷ এটা কেন্দ্রের বিষয়৷ আমি একটা কথাই বলব, রবীন্দ্রনাথ বিশ্বভারতী গড়ে তুলেছিলেন মুক্ত পরিবেশে শিক্ষাদানের জন্য। বাংলার ঐতিহ্য যাতে নষ্ট না হয়, বিশ্বভারতীর গৌরব এবং ঐতিহ্য যাতে অটুট থাকে, তা আমাদের সকলের দেখা উচিত। নির্মাণ মানেই তা সৌন্দর্য বাড়ায় এমন নয়।’
Comments