শেষ পর্যন্ত ছাঁটাই হলেন সেতিয়েন
ছাঁটাই হচ্ছেন কোচ কিকে সেতিয়েন, এমনটা আগেই স্প্যানিশ রেডিও কাদেনা কোপেকে জানিয়েছিলেন বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তেমেউ। অপেক্ষা ছিল শুধু ঘোষণার। সোমবার সকালে এ প্রসঙ্গ নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসেন বার্সা সভাপতি। সেখানেই নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। ছাঁটাই করা হলো সেতিয়েনকে।
এর আগে বেশ কয়েক দফাই সেতিয়েনকে ছাঁটাইয়ের গুঞ্জন চড়া ছিল। তবে কোনোভাবে উতরে গিয়েছেন এ স্প্যানিশ কোচ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে নাস্তানুবাদ হওয়ার পর তার ছাঁটাই অনুমিতই হয়ে। কখন ছাঁটাইয়ের খবর আসে, এই নিয়েই যেন অপেক্ষা ছিল গণমাধ্যমের। সাম্প্রতিক সময়ে এমন বিব্রতকর হার আর দেখেনি দলটি। ৮-২ গোলের হারে কাতালানদের রীতিমতো গলির দল বানিয়ে ছেড়েছে জার্মান জায়ান্টরা।
সেই হারের পর দলের অন্যতম সেরা তারকা জেরার্দ পিকে ক্লাবের আমূল পরিবর্তন চেয়েছিলেন। প্রয়োজনে নিজেও সরে যাবেন বলে জানিয়েছিলেন। সরাসরি না বললেই তার আঙুল ছিল কোচের দিকেই। তার পরে তো বার্সা সভাপতি সরাসরিই জানিয়ে দেন।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘ক্লাবের পরিচালকমণ্ডলী সিদ্ধান্ত নিয়েছেন, কিকে সেতিয়েন আর বার্সেলোনার মূল দলের কোচ নন। ক্লাবের পরিস্থিতির সার্বিক উন্নতি করার পথে এটাই আমাদের প্রথম সিদ্ধান্ত। আগামী কোচ কে হবেন সেটা সামনেই জানানো হবে।’
অথচ গত জানুয়ারিতে সাবেক কোচ আরনেস্তো ভালভার্দে ছাঁটাই হওয়ার পর বার্সার দায়িত্ব নিয়েছিলেন রিয়াল বেটিসের সাবেক কোচ সেতিয়েন। চুক্তি করেছিলেন আড়াই বছরের। কিন্তু মাত্র সাত মাস না যেতেই সরে যেতে হলো তাকে। মূলত খেলোয়াড়দের সঙ্গে তার, বিশেষকরে তার সহকারী এদের সারাবিয়ার সঙ্গে বনিবনা হচ্ছিল না। এর আগে বেশ কয়েক্তি ম্যাচেই তার প্রমাণ মিলেছে।
সেতিয়েনকে ছাঁটাই করা হলেও নতুন কোনো কোচের নাম ঘোষণা করেনি তারা। তবে বিবৃতি অনুযায়ী, আজই আস্তে পারে সে ঘোষণা। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোমান হচ্ছেন দলটির নতুন কোচ। অবশ্য এর আগে আরনেস্তো ভালভার্দেকে ছাঁটাই করার পরই তাকে চেয়েছিল বার্সা বোর্ড। তখন রাজি হননি তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের জন্য অপেক্ষা ছিল তার। কিন্তু ওই মুহূর্তেই বার্সার কোচ জরুরী ছিল। তাই অপেক্ষায় না গিয়ে সেতিয়েনকে দায়িত্ব দেন কর্তৃপক্ষ।
Comments