ভারতের পররাষ্ট্রসচিব শ্রিংলা ঢাকায়
ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আজ মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল সাড়ে ১১টায় একটি বিশেষ ফ্লাইটে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসেন।
এর আগে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি শুরুর পর ভারত থেকে এই প্রথম উচ্চ-পর্যায়ের সরকারি সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার শ্রিংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্রসচিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত বার্তা বহন করতে পারেন বলেও প্রতিবেদনে বলা হয়।
সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবিও এই সম্ভাব্য সফরের কথা উল্লেখ করেছে।
এই সফরের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা না গেলেও এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, শ্রিংলা প্রধানমন্ত্রীসহ আরও কয়েকজনের সঙ্গে দেখা করতে পারেন। তিনি আজই সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে যাবেন বলেও সূত্র জানায়।
Comments