পর্বতারোহী রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসের চালক গ্রেপ্তার
পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাজধানীর কাফরুল এলাকা থেকে চালক মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার ও মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।
শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক মোবারক আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোবারক আলী জানান, ঘটনার সময় অফিসের কয়েকজন কর্মীকে নামিয়ে দিতে যাচ্ছিলেন চালক মো. নাঈম।
গত ৭ আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের সামনে লেক রোড়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাস চাপায় নিহত হন রেশমা নাহার রত্না।
পথচারীরা আহত রত্নাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, চালক ও গাড়ি খুঁজে পেতে তারা একাধিক দলে ভাগ হয়ে কাজ করেছেন। এজন্য তাদের শহরের বিভিন্ন এলাকার তিনশরও অধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে হয়েছে। অবশেষে কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় গাড়িটির সন্ধান পাওয়া যায়।
গাড়ির মালিক দাবি করেছেন, তিনি একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে গাড়িটি ভাড়া দিয়েছিলেন এবং দুর্ঘটনার দিন সেটি চালাচ্ছিলেন মো. নাঈম।
Comments