সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মালি, প্রেসিডেন্টের পদত্যাগ, প্রধানমন্ত্রী আটক
সেনা সদস্যদের হাতে আটক হওয়ার পর পদত্যাগ করেছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। গতকাল মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর প্রচার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সরকার ও সংসদ বিলুপ্তির ঘোষণাও দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা বলেন, ‘ক্ষমতা ধরে রাখতে আমি কোনো রক্তপাত চাই না।’
তাকে ও দেশটির প্রধানমন্ত্রী বোউবোউ সিসেকে আটক করে রাজধানী বামাকোর একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যান সেনারা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্যান্য দেশ ও ফ্রান্স।
এর আগে, সেনারা বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের সামরিক ঘাটি ‘কাটি’ ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
মালির সেনাদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষ এবং জিহাদিদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে ক্ষোভ রয়েছে। সেই সঙ্গে সাবেক প্রেসিডেন্টের ওপরেও অনেকে সন্তুষ্ট নন।
২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছিলেন ইব্রাহিম বোবাকার কেইতা। কিন্তু দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তার ওপর অনেকের ক্ষোভ তৈরি হয়।
Comments