দ্বিতীয় দফা পরীক্ষায় অনূর্ধ্ব-১৯ দলের এক ক্রিকেটারের করোনা শনাক্ত
প্রথম দফার পরীক্ষায় ১৫ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দফার পরীক্ষায় এক ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।
বিসিবির গেম ডেভোলাপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এই দফায় ১৫ ক্রিকেটারের মধ্যে বরিশাল থেকে আসা ক্রিকেটার ইফতেখার হোসেন কোভিড-১৯ পজিটিভ। তাকে বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত হলেও এই তরুণ এমনিতে সুস্থ আছেন বলে জানান তিনি। আইসোলেশনের পুরো সময়টায় বিসিবির চিকিৎসকদের তত্ত্বাবধায়নে থাকবেন ইফতেখার। মঙ্গলবার দ্বিতীয় দফা পরীক্ষার জন্য নতুনা সংগ্রহ করা হয়েছিল।
এর আগে প্রথম দফায় নেগেটিভ আসা ক্রিকেটারদের ইতোমধ্যে বিকেএসপিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ অগাস্ট) তৃতীয় ও শেষ দফায় আরও ১৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হবে। আগামী যুব বিশ্বকাপ উপলক্ষে অনূর্ধ্ব-১৯ দল প্রস্তুত করতে ৪৫ ক্রিকেটারকে আবাসিক ক্যাম্পে ডেকেছে বিসিবি।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ৬০ জনের করোনা পরীক্ষা করা হচ্ছে তিন ধাপে। এরপর নিবিড় তত্ত্বাবধায়নে ২৩ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর বিকেএসপিতে চলবে জুনিয়র ক্রিকেটারদের ক্যাম্প।
Comments