করোনায় প্রাণ হারালেন মোশাররফ রুবেলের বাবা

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
mosharraf rubel
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের বাবা।

গতকাল মঙ্গলবার রাত আটটায় নিভে গেছে মহিউদ্দিন খন্দকারের জীবন-প্রদীপ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গেল কিছুদিন ধরে সিএমএইচের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মোশাররফের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে।

বাবার সেবা-শুশ্রূষা করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোশাররফ নিজেও। তবে আশার কথা হলো, শারীরিকভাবে সুস্থ আছেন এই বাঁহাতি স্পিনার।

কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বুধবার দ্য ডেইলি স্টারকে জানান, ‘গতকাল রাত আটটার দিকে ঢাকার সিএমএইচে মারা গেছেন মোশাররফ রুবেলের বাবা। আজ গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে তার দাফন সম্পন্ন হবে। তবে মোশাররফ এখন সুস্থ আছেন।’

২০০৮ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মোশাররফের। কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গেছে মাত্র পাঁচ ওয়ানডেতে।

গেল বছর মস্তিষ্কের টিউমারের কারণে অনেক দিন খেলার বাইরে ছিলেন ৩৮ বছর বয়সী মোশাররফ। সিঙ্গাপুরে চার মাস ধরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি।

Comments

The Daily Star  | English
interim government struggles with decision-making

Interim govt struggling on many fronts

The government on around a dozen occasions has backtracked on its decisions during its two months in office, casting doubts about its resolve.

13h ago