ভারতের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর খুবই খুশির খবর: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার বাংলাদেশ সফর খুবই খুশির খবর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আজ (বুধবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতির উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘ভারতে কোভিডের ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে, সেটা আমরা কীভাবে পাবো তা নিয়ে আলোচনা হবে। পারষ্পরিক সুযোগ সুবিধার নানা দিক নিয়ে আলোচনা হবে।’
কোভিড পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়নি জানিয়ে আব্দুল মোমেন বলেন, পরিস্থিতির উন্নতি হলে তা অনুষ্ঠিত হবে। সেখানে দু-দেশের পারস্পরিক বিভিন্ন সুযোগ সুবিধাসহ নানা সমস্যা সমাধানে আলোচনা হবে। পারস্পরিক সু-সম্পর্ক থাকায় বিভিন্ন সমস্যা সহজেই সমাধান হয়ে যায়।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। বাংলাদেশের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে। আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে ভারতের অংশগ্রহণ বিষয়েও আলোচনা হবে।’
করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফেরত নেওয়ার জটিলতা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ বলেছিল ভিসার মেয়াদ বিনা পয়সায় অটোমেটিক নবায়ন হবে। কিন্ত কয়েকটি দেশ, যেমন সংযুক্ত আরব আমিরাত, নতুন নতুন আইন দিচ্ছে। এখন তারা বলছে, শুধু ভিসার মেয়াদ নয়, ভ্যালিড ভিসা থাকতে হবে, তারপর যে কফিল রয়েছেন, তার গ্রিন সিগন্যাল লাগবে।’
তিনি বলেন, ‘এই অবস্থায় কিছু লোক পাঠানো হলেও কফিলের গ্রিন সিগন্যাল না থাকায়, তাদের ফেরত দিয়েছে। এই বিষয়টি বেশ ঝামেলা। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে’।
Comments