পাঁচটি ড্রেজার মেশিন ধ্বংস ভ্রাম্যমাণ আদালতের
নোয়াখালীর সদর উপজেলার দুই ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাঁচটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া ও সদর থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধর্মপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমির হোসেন ডাক্তার বাড়ী এলাকার আমিন উল্লাহর ১৫০ শতাংশ জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছিল এক ব্যক্তি। স্থানীয় লোকজন ও প্রশাসনের বাধা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে পরিবেশ ধ্বংস করছিলেন তিনি।
আজ দুপুরে সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে তিনটি ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পুঁড়িয়ে দেয়। এরপর বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত মতিপুর
গ্রামের ইতালি মার্কেটের পাশে অবৈধভাবে বালু উত্তোলনকারী দুইটি ড্রেজার মেশিন জব্দ করে। সেগুলোও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া বলেন, ‘ওই দুই ইউনিয়নে এক শ্রেণির বালু খেকো অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশ ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়। এ বিষয়ে স্থানীয়দের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। বালু উত্তোলনকারী ৫টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে বিকল করে দেওয়া হয়েছে।’
অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
Comments