দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটারের করোনা শনাক্ত

৩২ ক্রিকেটারকে নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের ‘সাংস্কৃতিক’ ক্যাম্প শুরু হয়েছে গেল মঙ্গলবার।
south africa
ছবি: টুইটার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দুই ক্রিকেটার। ফলে দেশটির ক্রিকেট বোর্ডের (সিএসএ) আয়োজনে চলমান পাঁচ দিনের ‘সাংস্কৃতিক’ ক্যাম্পে যোগ দিতে পারছেন না তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ। তবে আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওই ক্রিকেটারদের বদলি হিসেবে কাউকে ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হবে না। ইতোমধ্যে তারা সেলফ-আইসোলেশনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। তবে ভার্চুয়াল মাধ্যমে ক্যাম্পের সঙ্গে যুক্ত থাকতে পারবেন তারা।

৩২ ক্রিকেটারকে নিয়ে দক্ষিণ আফ্রিকা দলের ‘সাংস্কৃতিক’ ক্যাম্প শুরু হয়েছে গেল মঙ্গলবার। চলবে আগামী শনিবার পর্যন্ত। ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়-স্টাফ মিলিয়ে মোট ৫০ জনের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। এরপর দুই জনের ফল পজিটিভ আসার কথা জানিয়েছে সিএসএ।

ক্যাম্পে যোগ দিতে পারেননি তারকা ডানহাতি ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।

উল্লেখ্য, ক্রিকেটারদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কারণ, দক্ষিণ আফ্রিকার কয়েকজন সাবেক খেলোয়াড় কিছুদিন আগে দলটির মধ্যে বর্ণবাদের সংস্কৃতি রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন।

প্রাক্তন দলনেতা ও সিএসএ’র বর্তমান ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ অবশ্য বর্ণবাদের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ১১ বছর দায়িত্বে থাকলেও এ জাতীয় কোনো ঘটনার কথা কখনও শোনেননি তিনি।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago