৩১ আগস্ট থেকে ঢাকা-দোহা রুটে ইউএস বাংলার ফ্লাইট চালু

বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে প্রায় পাঁচ মাস স্থগিত থাকার পর আগামী ৩১ আগস্ট থেকে ঢাকা-দোহা রুটে ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা এয়ারলাইনস।
বাংলাদেশ ও কাতার সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সংস্থাটি প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে।
আজ বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহাগামী উড়োজাহাজ বোয়িং ৭৩৭-৮০০ প্রতি সোমবার ও শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা ছেড়ে যাবে। ওই দিনই স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে দোহা ছাড়বে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস সপ্তাহে একটি ঢাকা-গুয়াংজু ও সপ্তাহে দুটি ঢাকা-কুয়ালালামপুর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।
Comments