ধোনিকে মোদির চিঠি

MS dhoni and Narendra modi
ফাইল ছবি: এএফপি (সম্পাদিত)

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের অনেক জয়ের নায়ক, সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর ভাসছেন প্রশংসায়। এবার সম্মান জানিয়ে তাকে চিঠি লিখেছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠি পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন একাধিক বিশ্বকাপ জেতানো তারকা।

গেল ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় এক ইন্সটাগ্রাম পোস্টে (ভিডিও জুড়ে দিয়ে) অবসরের কথা জানিয়ে দেন ধোনি। তার অবসর নিয়ে ভারতজুড়ে চলছে তুমুল আলোচনা।

দুই পাতার এক চিঠিতে নরেন্দ্র মোদি ধোনিকে লিখেছেন, ‘নিজস্ব স্টাইলে ছোট যে ভিডিওটি শেয়ার করেছেন, তা পুরো জাতির আলোচনার বিষয় হয়ে গেছে। আপনি ক্রিকেট ছাড়ায় ১৩০ কোটি ভারতীয় দুঃখিত। একইসঙ্গে ভারতীয় ক্রিকেটের প্রতি অসামান্য অবদান রাখায় কৃতজ্ঞও।’

পেশাদার ক্রিকেটার হওয়ার আগে রেলওয়েতে ছোট চাকরি করতেন ধোনি। রাজনীতিতে জড়ানোর আগে মোদিও তৃণমূলে ছোট পর্যায় থেকেই জীবিকা নির্বাহ শুরু করেছিলেন।

প্রতিকূলতার নানা ধাপ পেরিয়ে চূড়ায় ওঠায় ধোনির জীবনের গল্পকে তরুণদের প্রেরণা মনে করেন মোদি, ‘নতুন ভারতের প্রেরণার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ ইমেজ তৈরি করেছেন, যেখানে ভাগ্য গড়তে কোন পরিবার থেকে উঠে আসছেন, তা বাধা হয়ে ওঠে না।’

‘আমরা কোথা থেকে এসেছি সেটা ম্যাটার করে না, কোথায় পৌঁছেছি সেটাই মুখ্য। এই প্রেরণা আপনি তরুণদের মধ্যে সঞ্চারিত করেছেন।’

ঠাণ্ডা মাথায় সব রকমের পরিস্থিতি সামলানোর ধোনির বিশেষ দক্ষতার কথা মনে করিয়ে প্রশংসা করেন মোদি, ‘আপনার চুলের স্টাইল কী ছিল, তা মুখ্য নয়। যেকোনো পরিস্থিতিতে আপনার শান্ত থাকা তরুণদের জন্য অনুকরণীয়।’

ভারতের প্রধানমন্ত্রী মনে করেন, ধোনিকে মনে রাখার জন্য কেবল ক্রিকেট মাঠই সীমাবদ্ধ হবে না, ‘কেবল ক্রিকেট ক্যারিয়ার, পরিসংখ্যান, ম্যাচ জেতার হিসাব নিয়ে ধোনিকে মনে রাখা হবে না। নিছক ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে দেখলেও আপনার প্রতি সুবিচার করা হয় না। আপনার অবদানকে একটা বিস্ময় হিসেবে দেখাটাই ঠিক হবে।’

চিঠি পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন ধোনি, ‘একজন শিল্পী, সৈনিক বা খেলোয়াড় এটুকু স্বীকৃতির জন্যই কাজ করেন যে, তাদের শ্রম আর ত্যাগ নজরে আসছে। মূল্যায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ মূল্যায়ন ও শুভেচ্ছার জন্য।’

Comments

The Daily Star  | English

Iran's underground Natanz site hit during Israel strikes: UN nuclear watchdog

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

9h ago