নরসিংদীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীতে একদল দুর্বৃত্ত দিনদুপুরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ীকে হত্যা করেছে। এ সময় দুর্বৃত্তরা নিহতের ভাইসহ আরও দুজনকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে।

আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর হাজীপুর মধ্য দাসপাড়া এলাকায় ব্যবসায়ীর নিজ বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী অপু দাস (৩৪ হাজিপুর মধ্য দাসপাড়া এলাকার মৃত অনিল দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নূর ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।’

ওসি বলেন, ‘একদল দুর্বৃত্ত মানিক নামের অপর একজন ব্যবসায়ীকে ধাওয়া দিলে তিনি নিহত অপুর বাড়ির ভেতর দিয়ে ঢুকে পেছন দিয়ে পালিয়ে যায়। এ সময় হৈ-হুল্লোড় শুনে নিহতের ছোট ভাই শিবু দাস ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার উপর চড়াও হয় এবং মানিককে বের করে দিতে বলে। শিবু তার বড় ভাই অপুকে খবর পাঠালে তিনি ঘটনাস্থলে আসেন। তখন দুর্বৃত্তরা অপুর সঙ্গে তর্কে লিপ্ত হয়ে এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘দুর্বৃত্তদের বাঁধা দিতে এলে তারা নিহতের ভাইসহ আরও দুজনকে ছুরিকাঘাত করে। পরে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran says European proposals ‘unrealistic’; Trump says Europe’s diplomacy unlikely to yield results

5h ago