রাজশাহীতে ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরির ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৪ চোর
রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বাড়ীতে চুরির ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশ গতকাল চারজনের সংঘবদ্ধ একটি চোরের দলকে গ্রেপ্তার করেছে।
আজ বৃহস্পতিবার আরএমপির বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নুরুল (২৫), মো. ইব্রাহিম (২২), সাহেব আলী (৩৫) ও সাহেব আলীর স্ত্রী কলি বেগম।
আরএমপির বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, গত ১৮ আগস্ট রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো জাকির হোসেনের শিরোইল বল্লভগঞ্জ এলাকার বাড়ি থেকে তিনটি ল্যাপটপ, ৪টি ঘড়িসহ মোট ১,৫৯,৬০০ টাকা মূল্যের বিভিন্ন দ্রব্যাদি চুরি হয়।
‘চুরির ঘটনাটা একদম ক্লুবিহীন ছিল। আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে চোরদের কে ধরতে সক্ষম হই,’ বলেন ওসি।
আজ দিনের প্রথমভাগে রাজশাহীর বাস টার্মিনাল এলাকা থেকে নুরুলকে গ্রেপ্তার করা হয়। নুরুল চুরির কথা স্বীকার করে এবং অপর আসামিদের চিনিয়ে দেয়। দিনের বাকী অংশে পঞ্চবটী ও শেখেরচক এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সিএমএমের বাড়ি থেকে চুরি হওয়া সকল দ্রব্যাদি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে আরও অনেক বাড়ি থেকে চুরির দ্রব্যাদি উদ্ধার করা হয়।
তারা পুলিশকে জানিয়েছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন বাড়ি থেকে চুরি করে আসছিল।
Comments