রাজশাহীতে মাদকদ্রব্যসহ পৌর কাউন্সিলর আটক
রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ পৌরসভার কাউন্সিলর মোফাজ্জল হোসেনকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার মহিশালবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৫ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোফাজ্জল হোসেন একজন শীর্ষ মাদক চোরাকারবারি।
স্থানীয় বাসিন্দারা বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রি করে কম সময়ে ধনাঢ্য হওয়ার অভিযোগ আছে। তবে রাজনীতিবিদদের সঙ্গে সুসম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
পুলিশ সূত্র জানায়, মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা আছে।
আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সাড়ে ৫টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি থানার বটতলী এলাকা থেকে ৭২৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ ছাড়া, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়া থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটার গান, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি এবং এক হাজার ৪৫ পিস ইয়াবাসহ এক অস্ত্র ও মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
Comments