পটুয়াখালীতে নিখোঁজের ৪ দিন পর স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনীর খাল থেকে জিহাদ (৯) নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত জিহাদ দক্ষিণ ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং ফেরদৌস মুন্সির ছেলে। চার দিন ধরে নিখোঁজ ছিল বলে পুলিশ জানায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জিহাদ। পরে অনেক খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় গতকাল রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।
আজ সকাল ১০টায় জিহাদের বাড়ির পূর্ব পাশের নয়াভাঙ্গুনীর খালে অর্ধগলিত ভাসমান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ছুঁটে যায় এবং দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং পরে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Comments