ঘুষ নেওয়ার দায়ে সুপ্রিম কোর্টের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সুপ্রিম কোর্টের দুই কর্মকর্তাকে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বরখাস্তকৃতরা হলেন- হাইকোর্ট বিভাগের হলফনামা কমিশনার মো. আবদুর রশিদ ও হলফনামা কমিশনার (চলতি দায়িত্ব) খান মো. সিরাজুল ইসলাম।
নাম প্রকাশ না করার শর্তে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল কয়েকজন আইনজীবীর মুহুরিদের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ছদ্মবেশে থাকা প্রশাসনের একটি দল আবদুর রশিদ ও খান মো. সিরাজুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলে।
‘তাদের একজন ঘুষ হিসেবে নগদ টাকা নিচ্ছিলেন এবং অপরজন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ নিয়েছেন,’ যোগ করেন ওই কর্মকর্তা।
তবে, তারা কত টাকা ঘুষ নিয়েছেন এবং এর বিনিময়ে কী কী সুবিধা দিচ্ছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। তদন্তের পরে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
Comments