স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ এমনিতেই কমে যাবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ-নাগরপুর রাস্তার প্রশস্তকরণ ও মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই দেশে করোনার সংক্রমণ কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মানিকগঞ্জ-নাগরপুর রাস্তার প্রশস্তকরণ ও মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ অনেক কম। করোনা সংক্রমণ কমিয়ে রাখা সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা ভাল থাকার কারণে। সংক্রমণ আরও কমাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

দেশে করোনা সংক্রমণ কমাতে সবার বাধ্যতামূলকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে, এমনিতেই করোনার সংক্রমণ কমে যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা করে দেশকে একটি মৌলবাদী অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল। তারা দেশের উন্নয়ন চায়নি। শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের প্রভূত উন্নয়ন করেছে।’

মানিকগঞ্জ বাস টার্মিনালে আজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জ-বাংলাদেশ হাট-তিল্লী-ছনকা-নাগরপুর ২২ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণ ও মেরামত কাজের এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A gazette notification was issued in this regard by Public Security Division of the home ministry

3h ago