নোয়াখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নোয়াখালীর চাটখিলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ওই নারীর বাবা বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন।

নোয়াখালীর চাটখিলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ওই নারীর বাবা বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাঈম হোসেন (২২) ও ইউসুফ সুদানি (২৩)।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাতে তিনি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই তরুণীর বাবার কাছে পাওনা ১৮০ টাকা আনতে যান নাঈম। সে সময় বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে প্রতিবেশিরা ওই যুবককে আটক করলেও, বন্ধুর সহযোগিতায় সেখান থেকে পালিয়ে যান তিনি।

পরিদর্শক মো. দুলাল মিয়া জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে দুই জনকে আসামি করে আজ সন্ধ্যায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করার পর, পুলিশের অভিযানে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago