ফাইনাল হবে জম্পেশ, তবে জিতবে পিএসজি!
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি মনে করেন, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) গতি আর দক্ষতা দিয়ে বায়ার্ন মিউনিখের রক্ষণ ভেদ করতে পারবে। ফাইনাল হবে জম্পেশ। তবে রুনির বাজি নেইমার, কিলিয়ান এমবাপে, অ্যাঙ্গেল দি মারিয়াদের দিকেই।
রোবরাব বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ইউরোপ সেরার লড়াইয়ে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি।
বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের শুরুতে অলিম্পিক লিঁও তাদের রক্ষণ ভেদ করতে পেরেছিল। কিন্তু তাদের ফরোয়ার্ড টুকু একাম্বি দৃষ্টিকটুভাবে সুযোগগুলো কাজে লাগাতে পারেননি।
সাধারণত একটু এগিয়ে এসে রক্ষণ সামলায় বায়ার্ন। অফসাইডের ফাঁদ তৈরি করে আর প্রেসিং ফুটবলে প্রতিপক্ষের উপর চালায় আগ্রাসন। এমনটা করতে গিয়ে এগিয়ে থাকা বাভারিয়ানদের রক্ষণ অনেকসময় থাকে ঝুঁকিতে।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রুনি সানডে টাইমসকে জানান, একাম্বিরা ভুল করলেও নেইমাররা তা করবেন না।
‘বায়ার্নের সুবিধা হলো তাদের সেরা একাদশের অনেকেই আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। কিন্তু আমার মন সায় দিচ্ছে পিএসজির দিকে।’
ফাইনাল নিয়ে একটা ভবিষৎবাণীও করেছেন ইংলিশ তারকা, ‘আমার মনে হয়, ম্যাচ শুটআউটে যাবে। আর নেইমার, এমবাপে, দি মারিয়ারা বায়ার্নের রক্ষণ ভেদ করবে। তারা সুযোগ পাবে এবং কাজেও লাগাবে। ’
‘সন্দেহ নেই প্রেসিং ফুটবল বায়ার্নকে সুযোগ এনে দেবে। কিন্তু পিএসজির এসব সামলানোর পর্যাপ্ত সামর্থ্য আছে।’
Comments