বায়ার্নের ৬ষ্ঠ নাকি পিএসজির ১ম?
বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর দীর্ঘ ৪২৬ দিনের অপেক্ষা শেষ হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের ফাইনাল।
ইউরোপের সেরা ক্লাব আসরের শ্রেষ্ঠত্বের লড়াই।
একদিকে শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা ‘হট ফেভারিট’ বায়ার্ন মিউনিখ। অন্যদিকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে ধীরে ধীরে নিজেদের ‘সামর্থ্যের ছাপ রাখা’ প্যারিস সেইন্ট জার্মেই।
কার হাতে শোভা পাবে পরম আকাঙ্ক্ষিত শিরোপা? রবার্ট লেভানডভস্কির নাকি নেইমারের?
রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় শুরু হবে ফাইনাল। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের সেরা নির্ধারণের ম্যাচের ভেন্যু পর্তুগালের রাজধানী লিসবনের স্তাদিও দা লুজ।
Comments