যমুনার পানি কমে যাওয়ায় সিরাজগঞ্জে তীব্র হচ্ছে ভাঙন

Sirajganj_Erosion_23Aug2-.jpg
যমুনা নদীর পানি কমে যাওয়ায় সিরাজগঞ্জে ভাঙন তীব্র হচ্ছে। ছবি: সংগৃহীত

যমুনা নদীর পানি কমে যাওয়ায় সিরাজগঞ্জে ভাঙন তীব্র হচ্ছে। গত কয়েক দিনের ভাঙনে কাজীপুর উপজেলায় শহীদ এম মনসুর আলী ইকো পার্কের কাছে ঢেকুরিয়া পয়েন্টে শহর রক্ষা বাঁধের পাশে ৫০ মিটার বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, শনিবার সকাল থেকে ঢেকুরিয়া পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। নদী তীরবর্তী ৫০ মিটার এলাকা ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। বাড়ি-ঘর সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ থেকে ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢেকুরিয়া পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছেন। ইকো পার্কের পাশে নিরাপদ স্থানে আমরা অনেক পরিবারকে সরিয়ে নিয়েছি।’

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহ-বিভাগীয় প্রকৌশলী কেএম রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পানি কমে যাওয়ায় কাজীপুর উপজেলায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে বালুর বস্তা ফেলা হচ্ছে।’

Comments

The Daily Star  | English
G7 statement on Israel Iran war

Sirens sounded after missiles launched from Iran, says Israeli army

Revolutionary Guards say missiles targeted industrial areas in Israel

11h ago