৫ মাসে দেশে ফিরেছেন ৭৮০৪৩ প্রবাসী শ্রমিক: প্রতিবেদন

চলতি বছরে ১ এপ্রিল থেকে ২২ আগস্টের মধ্যে করোনাভাইরাস মহামারির মধ্যে ২৬টি দেশ থেকে প্রায় ৭৮ হাজার ৪৩ জন প্রবাসী শ্রমিক বাংলাদেশি দেশে ফিরেছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
স্টার ফাইল ফটো

চলতি বছরে ১ এপ্রিল থেকে ২২ আগস্টের মধ্যে করোনাভাইরাস মহামারির মধ্যে ২৬টি দেশ থেকে প্রায় ৭৮ হাজার ৪৩ জন প্রবাসী শ্রমিক বাংলাদেশি দেশে ফিরেছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

গণমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ফেরত আসা প্রবাসীর মধ্যে ৪ হাজার ৭৩২ জন নারী শ্রমিক আছেন।

মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ শ্রমিক কাজ হারিয়ে দেশে ফিরেছেন। আবার অনেকেই তাদের নির্ধারিত কাজের চুক্তি শেষ করে ফিরে এসেছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত প্রবাসী কল্যাণ ডেস্কের বিশেষজ্ঞরা এই রিপোর্ট তৈরি করেছেন।

যেসব দেশ থেকে প্রবাসী শ্রমিকরা ফিরে এসেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, লেবানন, মালদ্বীপ, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বাধিক ২৫ হাজার ৬৫৩ জন এবং সৌদি আরব থেকে ১৫ হাজার ৩৮৯ জন শ্রমিক ফেরত এসেছেন।

মন্ত্রণালয়ের তথ্যে উল্লেখ করা হয়েছে, করোনা মহামারিতে তাদের নিয়োগকর্তা ও কর্মরত প্রতিষ্ঠানে কাজের সুযোগ কমানোর কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রমিকদের ফিরে আসতে হয়েছে। 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শ্রমিকদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের পুনরায় নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। কেউ কেউ জানিয়েছেন তারা ছুটিতে দেশে এসেছেন।

অন্যদিকে, সৌদি ফেরতরা ‘আউট-পাস’ নিয়ে দেশে এসেছেন বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago