শিক্ষার্থীদের প্রয়োজনে বিদেশে টাকা পাঠানোর শর্ত শিথিল
করোনাভাইরাস পরিস্হিতিতে বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ গ্রহনে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা পাঠানোর শর্ত শিথিল করেছে।
এ ব্যাপারে আজ ব্যাংকগুলোতে পাঠানো সার্কুলারে বলা হয়েছে শিথিল শর্তে টাকা পাঠানোর সুযোগ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিদেশে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মহামারির কারণে অনলাইনে শিক্ষা গ্রহণকে উৎসাহিত করছে।
তবে স্কুল পর্যায়ের শিক্ষা বাদে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে শিথিল শর্তে বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।
Comments