করোনায় আক্রান্ত রাজশাহীর এমপি মনসুরকে বিএসএমএমইউতে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক মনসুর রহমানকে (৬৮) রাজশাহী থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী শাহমুখদম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
বিমানবাহিনীর হেলিকপ্টারে করে এমপি মনসুর রহমানকে ঢাকায় আনা হয়েছে। ছবি: স্টার

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক মনসুর রহমানকে (৬৮) রাজশাহী থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী শাহমুখদম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।

ঢাকায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী সফিকুল ইসলাম তরফদার।

তিনি বলেন, ‘এমপির বয়স বিবেচনায় পূর্ব সতর্কতা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত ২২ আগস্ট সন্ধ্যায় এমপি মনসুর রহমানের কোভিড-১৯ শনাক্ত হয়। এর পরের দিন থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক হিসেবে ২০১১ সালে অবসরে যান এমপি মনসুর রহমান।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

9h ago