প্রদীপ-লিয়াকত-নন্দদুলালের আরও ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাবেক পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতের সাত দিনের রিমান্ড আজ সোমবার শেষ হবে।
তবে, মামলার যথাযথ তদন্তের জন্য তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তিন আসামিকে আজ সোমবার আদালতে হাজির করে প্রত্যেকের আরও সাত দিন করে রিমান্ডের আবেদন করা হবে।
আজ দুপুর ১২টায় র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এসব কথা বলেছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
তিনি বলেন, ‘এই মামলার যেসব আসামিদের ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা সবাই ঘটনার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রাপ্ত এসব তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণ করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো এ সময়ে প্রকাশ করাটা সমীচীন হবে না।’
কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার সঙ্গে র্যাব-১৫’র কার্যালয়ে উপস্থিত ছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ, র্যাব-১৫’র অধিনায়ক আজিম আহমেদ, উপ-পরিচালক মেজর মেহেদী হাসান প্রমুখ।
সর্বশেষ তথ্য অনযায়ী, ইতোমধ্যে র্যাব-১৫’র কক্সবাজার কার্যালয় থেকে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে জেলা সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে। সেখানে আসামিদের দেখতে ভিড় করেন শত শত উৎসুক জনতা। তাদের নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
আরও পড়ুন:
প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামিকে শামলাপুর চেকপোস্টে নেওয়া হয়েছে
এপিবিএন’র ৩ সদস্যকে হেফাজতে নিয়েছে র্যাব
সিনহা হত্যা মামলায় এপিবিএনের ৩ সদস্য রিমান্ডে
সিনহা হত্যা মামলা: প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামি রিমান্ডে
সিনহা হত্যায় ৩ সাক্ষী ও ৪ পুলিশ সদস্য ৭ দিনের রিমান্ডে
সিনহা হত্যা মামলার ৪ আসামিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ
সিনহা হত্যায় পুলিশের মামলার ৩ সাক্ষীকে কারাগারে প্রেরণ
সিনহা হত্যা মামলা: প্রদীপ-লিয়াকতসহ ৩ আসামি রিমান্ডে
নিরস্ত্র সিনহাকে গুলি করেছিলেন লিয়াকত: সিফাত
মেজর সিনহা হত্যাকাণ্ডে কক্সবাজারের এসপিকেও বিচারের আওতায় আনতে হবে: রাওয়া চেয়ারম্যান
মেজর সিনহার বড় বোনের হত্যা মামলা দায়ের
টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস
সিনহা হত্যা মামলার ৮ আসামি আদালতে, প্রদীপ দাশকে নেওয়া হচ্ছে কক্সবাজার
Comments