করোনা আক্রান্ত ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য দবিরুল হেলিকপ্টারে ঢাকায়
করোনাভাইরাসে আক্রান্ত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলামকে (৭২) উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।
আজ সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠ থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকা আনা হয়।
ঢাকায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান শামীম ।
তিনি বলেন, ‘এমপির নানাবিধ রোগ ও বয়স বিবেচনায় পূর্ব সতর্কতা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।’
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল কাসেম বলেন, ‘সংসদ সদস্য উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছেন। করোনা আক্রান্ত হলেও সকাল পর্যন্ত তার স্বাস্থ্যের অবনতি হয়নি।’
সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গতকাল রাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন।’
কয়েকদিন আগে তার ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান শামীমের করোনা শনাক্ত হয় বলেও জানান সিভিল সার্জন।
উল্লেখ্য, এমপি দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে পর পর সাত বার (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ছাড়া) সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Comments