রাজস্ব আয় বাড়াতে ১ সেপ্টেম্বর থেকে ডিএনসিসি’র অভিযান

ছবি: সংগৃহীত

রাজস্ব আয় বাড়াতে আগামী ১ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ সোমবার ডিএনসিসির নগর ভবনে এক সভায় মেয়র আতিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

প্রথমে জোন-২ ও জোন-৫ এলাকায় এবং ধীরে ধীরে ডিএনসিসির আওতাধীন সব ওয়ার্ডে এ অভিযান চালানো হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘করের আওতায় এর আগে কোনো স্থাপনা বাদ গিয়ে থাকলে সেগুলোকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ অভিযান। রাজস্ব সংগ্রহ কার্যক্রমে কাউন্সিলরদের সম্পৃক্ততা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।’

মেয়র বলেন, ‘এ অভিযানে করপোরেশনের রাজস্ব বিভাগের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ নগরবাসীকে কর দিতে উত্সাহিত করা হবে।’

অভিযানে যে সব ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নেই সেগুলোকে চিহ্নিত করে ট্রেড লাইসেন্সের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

অভিযানে স্থানীয় কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করা হবে। সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর যুগ্ম আহ্বায়ক এবং ডিএনসিসির উপ-রাজস্ব অফিসার সদস্য সচিবের ভূমিকা পালন করবেন।

মেয়র আতিকুল বলেন, ‘পরের বছরের জানুয়ারির ১ তারিখ থেকে ডিএনসিসির সব বাসিন্দা অনলাইনে সব ধরণের কর দিতে পারবেন। তখন জোন অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না।’

কর সংগ্রহ বেশি হলে, পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা দিতেও সহজ হয় বলে জানান মেয়র।

Comments

The Daily Star  | English
election before ramadan 2026 in Bangladesh

Election possible a week before Ramadan next year: Yunus tells Tarique

He said it will be possible if preparations completed, sufficient progress made in reforms and judicial matters

4h ago