সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারসহ নানা অনিয়মের কারণে রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারসহ নানা অনিয়মের কারণে রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৩০ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব-৩ এর সহযোগিতায় যৌথ টাস্কফোর্স রাজধানীর মালিবাগে হাসপাতালটিতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযান সম্পর্কে তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স ও র‌্যাব যৌথভাবে সেখানে পাঁচ ঘণ্টা অভিযান চালায়। হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, টেস্টিং কিট, সার্জিক্যাল সামগ্রী পাওয়া গেছে। আরও নানা অনিয়মের কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব উম্মে সালমা তানজিয়া অভিযানে উপস্থিত ছিলেন।

Comments