জাপানে ১৬০ বছর আগের ১৫০০ কঙ্কাল উদ্ধার

জাপানের পশ্চিমে ওসাকা শহরের একটি ঐতিহাসিক স্থানে খননের পর দেড় হাজারেরও বেশি মানুষের কঙ্কাল খুঁজে পাওয়া গেছে।
জায়গাটি প্রায় ১৬০ বছর আগের একটি সমাধিস্থল বলে ধারণা করা হচ্ছে। ছবি: রয়টার্স

জাপানের পশ্চিমে ওসাকা শহরের একটি ঐতিহাসিক স্থানে খননের পর দেড় হাজারেরও বেশি মানুষের কঙ্কাল খুঁজে পাওয়া গেছে।

আজ বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জায়গাটি প্রায় ১৬০ বছর আগের একটি সমাধিস্থল বলে ধারণা করা হচ্ছে।

নগর কর্মকর্তারা জানান, ‘উমেদা সমাধি’ নামে পরিচিত ওই স্থানটি জাপানে ১৮৫০ থেকে ১৮৬০ এর দশকে সাবেক ইদো ও মেইজি যুগের সাতটি ঐতিহাসিক সমাধিস্থলের একটি বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে সেখানে ৩৫০টি ছোট সমাধি খুঁজে পেয়েছিলেন গবেষকরা। পাশাপাশি, চারটি শুকর ছানা, ঘোড়া ও বিড়ালের কঙ্কালও পাওয়া গেছে।

ওসাকা সিটি কালচারাল প্রোপার্টি এসোসিয়েশন জানায়, সম্ভবত ওসাকা ক্যাসেল শহরের আশেপাশের স্থানীয় বাসিন্দাদের ওই স্থানে দাফন করা হয়েছিল, যাদের বেশিরভাগেরই বয়স ৩০ বছরের নিচে অথবা শিশু।

কয়েকটি কঙ্কালের হাত ও পায়ের হাড়ে রোগের চিহ্নও দেখা গেছে।

সংস্থাটি বলছে, কিছু সমাধিতে একসঙ্গে অনেক কঙ্কাল পাওয়া গেছে। কোনো মহামারিতে মৃত্যু হওয়ার পর একসঙ্গে সেখানে তাদের গণসমাধি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

3h ago