মেসিকে বোঝাতে চেষ্টা করছে বার্সেলোনা: স্পোর্টিং ডিরেক্টর

ছবি: রয়টার্স

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়ার খবরে গোটা বিশ্বে সাড়া পড়ে গেলেও মুখে কুলুপ এঁটে ছিল ক্লাবটির কর্তৃপক্ষ। কাতালানদের কাছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বুরোফ্যাক্স (প্রত্যয়িত পত্র) পাঠানোর পরদিন অবশেষে এসেছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। দলটির স্পোর্টিং ডিরেক্টর রোমান প্লানেস যা বলেছেন, তার মূলসুরটি হলো- মেসিকে হারাতে চায় না বার্সা, বরং ক্লাবের সমার্থক হয়ে ওঠা ফুটবলারকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

বুধবার ফ্রান্সিসকো ত্রিনকাওকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপন করেছে বার্সা। এই পর্তুগিজ ফরোয়ার্ডের সাবেক ক্লাব ব্রাগার সঙ্গে তাদের সমঝোতা হয়েছিল গেল জানুয়ারিতে। ২০ বছর বয়সী তরুণের জন্য বার্সাকে খরচ করতে হয়েছে ৩১ মিলিয়ন ইউরো।

ত্রিনকাওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ উপস্থিত থাকলেও সংবাদ সম্মেলনে তিনি হাজির হননি। তাই আগ্রহী গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়েছে কয়েক দিন আগে সাবেক স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের স্থলাভিষিক্ত হওয়া প্লানেসকে। বলাই বাহুল্য, ত্রিনকাওকে ছাপিয়ে প্রায় সব জিজ্ঞাসার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি।

প্লানেস বলেছেন, রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে বার্সায় থাকতে সম্মত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। 

‘মেসি এবং বার্সার মধ্যকার বন্ধন উভয় পক্ষকে অনেক কিছু দিয়েছে। এটা ভক্তদের প্রচুর আনন্দ দিয়েছে। এই সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই করতে হবে। আমরা ভেতরে ভেতরে মেসিকে থাকতে রাজি করানোর জন্য কঠোর পরিশ্রম করছি। আমরা বার্সার জন্য এবং মেসির জন্য সেরা সমাধান খুঁজে বের করতে চাই।’

‘সে যা এবং এখানে সে যেসব গল্প তৈরি করেছে, সেকারণে তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। আমরা চুক্তির কোনো ধারা নিয়ে ভাবছি না। বার্সা ও মেসির মধ্যে প্রকাশ্যে কোনো বিরোধ হতে পারে না। কারণ, কোনো পক্ষেরই এটা প্রাপ্য নয়।’

৩৩ বছর বয়সী মেসিকে নিয়েই আগামীর পরিকল্পনা সাজানো হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। 

‘আমরা অনেকবার বলেছি যে, আমরা এখনও মেসিকে বার্সার খেলোয়াড় হিসেবে দেখছি। ইতিহাসজুড়ে বহুবার বার্সা নিজেদের পুনর্গঠন করেছে এবং সবসময় শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে। আমাদের চাওয়া হলো বিশ্বের সেরা খেলোয়াড়কে ঘিরে দল পুনর্গঠন করা।’

মেসিকে ছেড়ে দেওয়া বা না দেওয়া নিয়ে বার্সার পরিচালকদের মধ্যে মতভেদ তৈরি হওয়ার বিষয়টি অস্বীকার করে প্লানেস জানিয়েছেন, সবার চাওয়া মিলেছে একবিন্দুতে।

‘এ নিয়ে মোটেও অভ্যন্তরীণ বিভেদ নেই। ফুটবল সম্পর্কে যে কিছুটা হলেও বোঝে, সে লিওকে তার দলে রাখতে চায়।’

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

4h ago