বরগুনায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

বরগুনার আমতলীতে স্কুল শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে পটুয়াখালী কলাপাড়া উপজেলা ও আমতলী পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হেলাল উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জিসান ওরফে সোহেল (১৮) ও সাগর (২১)।
আজ বুধবার দুই আসামিকে আমতলী উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আমতলী থানা সূত্র জানায়, কলাপাড়া উপজেলার জিসানের সঙ্গে মোবাইল ফোনে বন্ধুত্ব হয় ওই শিক্ষার্থীর। গত সোমবার জিসান ওই শিক্ষার্থীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কুয়াকাটায় নিয়ে যায়। সেখানে একটি হোটেলে ধর্ষণের শিকার হয় কিশোরী।
মঙ্গলবার কিশোরীর মা আমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ওসি মো. হেলাল উদ্দিন বলেন, মামলার বাকি আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments