৭৫৭৬০ জন, ভারতে গত ২৪ ঘণ্টায় শনাক্তে রেকর্ড
ভারতে এক দিনে করোনা সংক্রমিত সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত দৈনিক সংক্রমণের প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৫ হাজার ৭৬০ জন রোগী শনাক্ত হয়েছেন।
দেশটি সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভারতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৩ দশমিক এক লাখ ছাড়িয়ে গেছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২৪ শতাংশ।
এনডিটিভি আরও জানায়, মোট শনাক্ত রোগীর অধিকাংশই মহারাষ্ট্র রাজ্যের। মহারাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত সাত লাখ ১৮ হাজার ৭১১ জনকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক রাজ্যের করোনার সংক্রমণ বাড়ছে। বিশ্বের মধ্যে ভারতে তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটছে।
Comments