বার্সায় থাকলে আমি কোনোভাবেই মেসিকে যেতে দিতাম না: রোনালদো
দীর্ঘ ২০ বছরের সম্পর্ক চুকিয়ে বার্সেলোনা ছেড়ে চলে যেতে চাইছেন লিওনেল মেসি। গত দুদিন ধরে এ নিয়ে উত্তাল ফুটবল মহল। তবে এ খবর শুনে ব্যথিত হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো। দুটি বিশ্বকাপ জয়ী সাবেক তারকা জানিয়েছেন, বার্সেলোনায় থাকলে কোনোভাবেই মেসিকে যেতে দিতে চাইতেন না তিনি।
ক্যারিয়ারের সেরা সময়টা রোনালদো খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এর আগে অবশ্য বার্সেলোনার হয়েও এক মৌসুম খেলেছেন তিনি। তবে যতটা না তিনি বার্সার, তার চেয়ে রিয়ালের প্রতি রোনালদোর টান ঢের বেশি। তারপরও মেসি-বার্সার বিচ্ছেদটা ভালো লাগছে না তার। আগের দিন সান্তানদারের ওয়েবিনারে এ কিংবদন্তি বলেন, ‘মেসিই দলের প্রাণভোমরা। যদি আমি বার্সেলোনায় থাকতাম, তাহলে কোনো অবস্থায় আমি তাকে যেতে দিতাম না।’
আর্জেন্টাইন তারকার জাদুকরী ফুটবল শৈলী দেখে অনেকবারই মুগ্ধতার কথা জানিয়েছেন রোনালদো। ব্যক্তিগতভাবে মেসির সঙ্গে সম্পর্কটা বেশ ভালো তার। পারিবারিকভাবেও সম্পর্ক রয়েছে। তাই মেসির মনের খবরটা আন্দাজ করতে পারেন তিনি। মেসি বার্সেলোনা ছেড়ে গেলেও ক্লাবটিকে কখনোই ভুলতে পারবেন না বলে মনে করেন রোনালদো, ‘তার ক্লাবটির সঙ্গে আত্মার সম্পর্ক। আমার মনে হয় না ক্লাবটিকে ভালো না বেসে সে থাকতে পারবে।’
সবকিছুরই একটা শেষ থাকে। এটা ভালো করেই জানেন রোনালদো। অনেক কিংবদন্তি খেলোয়াড় ক্যারিয়ারের শেষটা প্রিয় ক্লাবে করতে পারেননি। কিন্তু ক্লাবের দুঃসময়ে মেসির যাওয়াটা পছন্দ হচ্ছে না রোনালদোর, ‘তার এ মুহূর্তে বার্সেলোনা ছাড়াটা ঠিক হবে না, বিশেষ করে, যখন দল সাম্প্রতিক সময়ে ভালো ফলাফল করছে না।’
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে এক বুরোফ্যাক্স বার্তায় বার্সেলোনা ছেড়ে যেতে চাওয়ার কথা জানান মেসি। যদিও তাকে ছাড়তে চাইছে না ক্লাবটি। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অনড় মেসি।
Comments