সিনেমার বিকল্প মাধ্যমের জন্য আমি তৈরি: শাকিব খান

করোনা মহামারির কারণে গত প্রায় ছয় মাস কোনো ধরনের শুটিংয়ে অংশ নেননি বাংলাদেশের সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের প্রেক্ষাগৃহগুলোও। সেই ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প উপায় খুঁজছেন পরিচালক ও প্রযোজকরা।
শাকিব খান। ছবি: শাহরিয়ার কবির হিমেল

করোনা মহামারির কারণে গত প্রায় ছয় মাস কোনো ধরনের শুটিংয়ে অংশ নেননি বাংলাদেশের সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের প্রেক্ষাগৃহগুলোও। সেই ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প উপায় খুঁজছেন পরিচালক ও প্রযোজকরা।

আগামীদিনে অনলাইনই হবে সিনেমা প্রদর্শনীর অন্যতম বড় মাধ্যম। ওটিটি প্লাটফর্মগুলোতে মুক্তি পাবে নতুন সিনেমা। অনন্য মামুন পরিচালিত এমনি এক সিনেমা ‘নবাব এলএলবি’-তে  অভিনয় করবেন শাকিব খান।

এই সিনেমাটি মুক্তি দেওয়ার মাধ্যমে যাত্রা শুরু হবে নতুন একটি অ্যাপের। অ্যাপের পাশাপাশি প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ‘নবাব এলএলবি’। এতে আরও অভিনয় করবেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। সিনেমাটি প্রযোজনা করছে সেলেব্রেটি প্রোডাকশন। চলতি বছরেই এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

করোনা মহামারির এই সময়ে চলচ্চিত্র ও সিনেমা হল নিয়ে কী ভাবনা কাজ করছে? এমন প্রশ্নের জবাবে দ্য ডেইলি স্টারকে শাকিব খান বলেন, ‘চলচ্চিত্র নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবতে হবে। সারা পৃথিবীই এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সিনেমা হলের পাশাপাশি নতুন নতুন অনেক প্ল্যাটফর্ম এসেছে। আমাদেরও এইসব কিছুর সঙ্গে অভ্যস্ত হতে হবে। এখন ওটিটিতে মুক্তি দেওয়ার জন্যও সিনেমা তৈরি হবে।’

এইসব পরিবর্তনের জন্য প্রস্তুত আছেন জানিয়ে সিনেমা হলের ব্যাপারে তিনি বলেন, ‘এর মানে এই না যে সিনেমা হল থাকবে না। সিনেমা হল কোনোদিনই বন্ধ হবে না।’

চলমান এই কঠিন সময়ের আত্মপোলব্ধি সম্পর্কে শাকিব বলেন, ‘এই সময়ে সবচেয়ে বেশি নিজের সঙ্গে কথা বলেছি, এখনও বলছি। নিজের সঙ্গে কাটানোর জন্য এতো লম্বা সময় আগে কখনো পাইনি। নিজের ভুল ও ঠিক কাজগুলো নিয়ে বারবার ভেবেছি। মানুষ হিসেবে আমারও আবেগ-অনুভূতি আছে, জীবনে কিছু ভুল হয়েছে। তবে, কোনোদিনই আমি অন্যায় করিনি।’

করোনা মহামারিতে সমগ্র চলচ্চিত্রেরই অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার উপায় জানিয়ে শাকিব খান বলেন, ‘আমার মনে হয় সরকারি পৃষ্ঠপোষকতা অনেক বেশি প্রয়োজন। যারা নিয়মিত চলচ্চিত্র বানাবেন তাদের সহজ শর্তে ঋণ দিতে হবে। তাহলেই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। আমার বিশ্বাস এই সরকার সংস্কৃতি বান্ধব সরকার। চলচ্চিত্র বাঁচাতে অবশ্যই এগিয়ে আসবে। ইতিমধ্যে সরকার সিনেমা হলের বিষয়ে ভাবছে। সামনে সিনেমার উন্নয়নের জন্য আরও ভাববে বলে আশা করছি।’

Comments

The Daily Star  | English
Train derailed in Tejgaon

Dhaka's rail link with most of Bangladesh snapped after derailment in Tejgaon

Railway operation between Dhaka and most of the country was suspended after a train derailed near Tejgaon station in the capital this evening

59m ago