রিসোর্ট থেকে জব্দকৃত মালামালের ২ তালিকা: নিঃশর্ত ক্ষমা চাইলেন রামু থানার ওসি
কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় নীলিমা রিসোর্ট থেকে জব্দকৃত মালামালের দুটি তালিকা করায় আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (রামু) এর বিচারক মো. দেলোয়ার হোসেনের আদালতে উপস্থিত হয়ে তিনি জব্দকৃত মালামালের দুটি তালিকার বিষয়ে ভুল স্বীকার করে ক্ষমা চান।
গত ৩১ জুলাই রাতে সিনহা মো. রাশেদ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন। তিনি ও তার তিন সহযোগী নীলিমা রিসোর্টে অবস্থান করছিলেন।
সিনহার মৃত্যুর পর পুলিশ নীলিমা রিসোর্টে অভিযান চালিয়ে শিপ্রা দেবনাথ ও সিনহার কক্ষ তল্লাশি করে বেশ কিছু মালামাল জব্দ করে।
জব্দকৃত এ সব মালামালের দুটি তালিকা করায়, এক সপ্তাহের মধ্যে সশরীরে হাজির হয়ে এর ব্যাখ্যা দিতে আদালত গত ২০ আগস্ট রামু থানার ওসিকে তলব করেন।
আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে রামু থানার ওসি মো. আবুল খায়ের আজ আদালতে উপস্থিত হয়ে ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান।
ওসি'র আইনজীবী এম এ বারী বিষয়টি নিশ্চিত করে জানান, ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় ওসি মো. আবুল খায়েরকে আদালত এই দায় থেকে মুক্তি দিয়েছেন।
Comments