বাসাবো থেকে নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগে রাজধানীর সবুজবাগ থানাধীন পূর্ব বাসাবো এলাকা থেকে নব্য জেএমবির (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) শীর্ষস্থানীয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিটিটিসি বিভাগের উপকমিশনার সাইফুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তি হলেন— বাগেরহাটের শরণখোলা থানার মধ্য রায়েন্দা এলাকার আব্দুল আউয়ালের ছেলে শিব্বির আহমাদ (২২)। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, পাঁচটি জিহাদি বক্তব্য-সম্বলিত পুস্তক ও একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নব্য জেএমবির প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত হয় শিব্বির। শুরুতে তিনি সংগঠনের মিডিয়া উইংয়ে কাজ করতেন। নব্য জেএমবির এক সময়ের আমির মুসার সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল। মুসা মারা যাওয়ার পর তিনি কিছুদিন সংগঠনে নিষ্ক্রিয় ছিলেন। ২০১৮ সালে আবার তিনি অনলাইনের মাধ্যমে সংগঠনের সঙ্গে যুক্ত হয়। দেশে সংগঠনকে শক্তিশালী করা ও নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য বিদেশের বিভিন্ন নাগরিকের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করেন শিব্বির। এ ছাড়াও, সিরিয়াফেরত বিভিন্ন দেশের কিছু বিদেশি নাগরিকদের সঙ্গেও তিনি অর্থ লেনদেন করেছেন বলে জানিয়েছেন।
ইতোমধ্যে শিব্বিরের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলাও দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments