চ্যাম্পিয়ন্স লিগে সেরা রোনালদোর গোল

cristiano ronaldo
ছবি: এএফপি

ভক্তদের ভোটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের সেরা গোল নির্বাচিত হয়েছে অলিম্পিক লিঁওর বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর দূরপাল্লার লক্ষ্যভেদটি।

ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিত ১০টি গোলের তালিকা দেওয়া হয়েছিল। সেখান থেকে সেরা বেছে নিয়েছেন ফুটবলপ্রেমীরা। বৃহস্পতিবার উয়েফা জানিয়েছে, সবমিলিয়ে ভোট পড়েছে চার লাখেরও বেশি।

জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নিয়ে ২০১৮ সালে ইতালিতে পাড়ি জমিয়েছেন রোনালদো। তবে তার স্বপ্ন এখনও অধরা থেকে গেছে। গেলবার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল জুভরা। এবার তাদের যাত্রা থেমেছে শেষ ষোলোতে।

লিঁওর বিপক্ষে ফিরতি লেগে রোনালদো জোড়া করলেও জুভেন্টাস উঠতে পারেনি কোয়ার্টার ফাইনালে। গোল ব্যবধানে বাদ পড়ে তারা। ওই ম্যাচে ৩৫ বছর বয়সী তারকার দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো। উয়েফার দর্শক জরিপে সেটাই পেয়েছে সবচেয়ে বেশি ভোট।

ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে বল পেয়ে গিয়েছিলেন রোনালদো। আড়াআড়ি এগিয়ে বাঁ পায়ে জোরালো শট নিয়েছিলেন তিনি। ঝাঁপিয়ে পড়লেও লিঁও গোলরক্ষকের কোনো সুযোগ ছিল না পর্তুগিজ ফরোয়ার্ডের শট ফেরানোর।

দ্বিতীয় স্থানে আছে আরবি লাইপজিগের মার্সেল সাবিৎজারের গোল। গ্রুপ পর্বে জেনিট সেইন্ট পিটার্সবুর্গের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে জয়সূচক গোলটি করেছিলেন তিনি।

তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে রোনালদোরই সতীর্থ হুয়ান কুয়াদ্রাদোর গোল। গ্রুপ পর্বে ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজের দ্বিতীয় গোলটি জায়গা পেয়েছে চারে। সেমিফাইনালে লিঁওর বিপক্ষে বায়ার্ন মিউনিখের সার্জ ন্যাব্রির প্রথম গোলটি হয়েছে পঞ্চম।

এছাড়া, প্রাথমিক তালিকাতে ঠাঁই পেয়েছিল ম্যাক্সওয়েল কর্নেত, আর্নিং ব্রাট হালান্ড, দানি অলমো, লাউতারো মার্তিনেজ ও দগলাস কস্তার গোল।

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

5h ago